প্রতিষ্ঠানের ইতিহাস
নিশাত জুট মিলস্ আদর্শ বিদ্যালয় ১৯৭৮ সালে নিশাত জুট মিলস্ লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীগন তাদের নিজ উদ্যোগে মিলে কর্মরত কর্মচারীদের ছেলেমেয়েদের লেখাপড়ার নিমিত্তে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক হওয়ায় শিক্ষামন্ত্রনালয় বিদ্যালয়টিকে ১৯৯৩ সালে এম.পি.ও ভুক্ত করেন। ২০০২ সালে মিল বন্ধ হওয়ার পর মন্ত্রনালয় ও জেলাপ্রশাসকের সম্মতিতে বিদ্যালয়টিকে সম্পূর্ন বেসরকারি এম.পি.ও ভূক্ত প্রতিষ্ঠান হিসাবে ২০(১) ধারা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। হামীম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক (নিশাত কমপ্লেক্স) জনাব এ. কে. আজাদ বিদ্যালয়টির সার্বিক সহযোগিকা করে আসছেন।