প্রধান শিক্ষকের বাণী
মোঃ আবুল হাসান
প্রধান শিক্ষক, নিশাত জুট মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়
এই পৃথিবীতে শুধু মানব জাতীই একাডেমিক শিক্ষা গ্রহন করে। শিক্ষা হলো নানা বিষয়ের জ্ঞান অর্জন| শিক্ষা তাই, যা আপনার সন্তানকে প্রকৃত মনুষ্যত্ব, জীবন ও চরিত্র গঠনে সাহায্য করবে। মানবিক গুনাবলির সম্বলিত মানুষ গঠনই শিক্ষার মূল উদ্দেশ্য। প্রকৃত মানুষ গঠনের লক্ষ্য নিয়ে শিল্প এলকা টঙ্গির নিশাত নগরে তৎকালিন নিশাত জুন মিলস্ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে নিশাত জুট মিলে কর্মরত কর্মকর্ত-কর্মচারীর সন্তানদের শিক্ষা অর্জনের লক্ষে ১৯৭৮ সনে প্রতিষ্ঠা করেন “নিশাত জুট মিলস্ আদর্শ বিদ্যালয়”। প্রতিষ্ঠার শুরু থেকেই বিদ্যালয়টির শিক্ষার মান সন্তোষজনক বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ড ১৯৯৩ সনে অত্র বিদ্যালয়টিকে এমপিও ভুক্ত করেন । আশাবাদী হবার মত উপকরন গুলো যখন একের পর এক ভেসে যাচ্ছে অবক্ষয়ের স্রোতে, ঠিক তখনি আলোকবর্তিকা হাতে উঠে দাড়িঁয়েছে এ বিদ্যাপিঠ। ভেসে যাওয়া আত্মিক পরিশুদ্ধ উপকরণগুলো সমাজে প্রতিষ্ঠিত হোক এটাই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য। সেই লক্ষে এবং শুধু শিক্ষাদানে নয় বরং কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞান ও শিল্প সংস্কৃতির চর্চার পাশাপাশি দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এ বিদ্যাপীঠের সাফল্য সর্বজনবিদিত হবে তাই আমার বিশ্বাস। অভিজ্ঞ শিক্ষমন্ডলীর তত্ত্বাবধানে, এক ঝাঁক তরুণ তরুণীর ঐকান্তিক প্রচেষ্টায় আজকের চারা গাছ রূপী শিক্ষার্থী আগামীতে মহীরুহ হয়ে পৃথীবিবাসীকে দান করবে সুশীতল ছায়া, জ্ঞানের কর্মে পৃথীবিকে করবে মাতোয়ারা – এটাই নিশাত জুট মিলস্ আদর্শ বিদ্যালয় এর স্বপ্ন। স্বপ্ন নিয়ে জীবন বেঁচে থাকে। তার হাত ধরেই জীবন এগিয়ে চলে সামনের পথে। যে স্বপ্ন লালন করছে তা জ্ঞানের, মননের ও মূল্যবোধর। কোন কিছুর সুষ্ঠ বিকাশ ও পরিপূর্ণতে তার পরিবেশ তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে। আমি বিশ্বাস, প্রাণ প্রাচুর্যে উদ্বেল নবীন শিক্ষার্থীরা নিশাত জুট মিলস্ আদর্শ বিদ্যালয়ের যে বিশাল শিক্ষায়তনে জ্ঞানচর্চা সাধন করবে অভিজ্ঞ শিক্ষ মন্ডলীর সংস্পর্শে, যে পাঠ তারা গ্রহন করবে মনের অংকুরে –তাই হবে তাদের সৃজনশীল চিন্তার কিশলয়। নতুন স্বপ্ন, নতুন চিন্তা ও নতুন সাধনার মাধ্যমে নিশাত জুট মিলস্ আদর্শ বিদ্যালয় সমাজ তথা এ দেশকে উপহার দেবে একটি সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি। গাজীপুর তথা দেশবাসী হবে গর্বিত-ইনশাআল্লাহ। প্রধান শিক্ষক গুরুত্বপূর্ন লিঙ্ক সফটওয়্যার লিঙ্ক ডিজিটাল ক্লাস কনটেন্ট ডিজিটাল ক্লাস কনটেন্ট ডাউনলোড ডি.পি. ই প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা ভিজিটর কাউন্টার প্রয়োজনীয় লিংক শিক্ষা মন্ত্রনালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা শিক্ষা বোর্ড জেলা প্রসাশকের কার্যালয় ই এম আই এস প্রয়োজনীয় লিংক শিক্ষক বাতায়ন মাদ্রাসা বোড কিশোর বাতায়ন ভিডিও সংরক্ষণাগার অনলাইন ভিডিও গুরুত্বপূর্ন লিঙ্ক বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পাবলিক লাইব্রেরী প্রথম আলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়